আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০১৪

Posted by

·

৮ মার্চ, ‘বিশ্ব নারী দিবস’। ১৮৫৭ সালে ৮ই মার্চ নিউ ইয়র্কের সেলাই কারখানায় বিপদজনক ও অমানবিক কর্মপরিবেশ, স্বল্প মজুরী এবং দৈনিক ১২ ঘণ্টা শ্রমের বিরুদ্ধে নারী শ্রমিকরা প্রতিবাদ করে। এরপর বিভিন্ন সময়ে ৮ই মার্চে উল্লেখযোগ্য আরো ঘটনার ধারাবাহিকতায় ১৯১০ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের নেত্রী ক্লারা জেটকিন এর প্রস্তাবে ৮ই মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ ঘোষণা করা হয়।

নারীপক্ষ প্রতি বছরের মত এই বছরও দিবসটি উদযাপন করতে যাচ্ছে। এইবারের প্রতিপাদ্য বিষয় হলঃ “বৈবাহিক সম্পর্কের মাঝে যৌন নির্যাতন ও সহিংসতা ” (marital rape)।

উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের অংশগ্রহণ একান্ত কাম্য ।

**বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
নারীপক্ষ
র‌্যাংগস নীলু স্কোয়ার (৫ম তলা), বাড়ী- ৭৫, সড়ক- ৫/এ, সাত মসজিদ রোড, ধানমণ্ডি আ/এ, ঢাকা-১২০৯
জিপিও বক্স-৭২৩, ঢাকা-১০০০, ফোন : ৮৮০-২-৮১১৯৯১৭, ৮১৫৩৯৬৭

Source: https://www.facebook.com/events/667788303259724/