কর্মক্ষেত্রে নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণ বাংলাদেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অনন্য অবদান রাখছে। তবে তাদের জন্য একটি সহায়ক ও নিরাপদ পরিবেশ আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। এ ক্ষেত্রে কর্মপরিবেশে যৌন হয়রানি একটি বড় বাধা হিসেবে কাজ করছে।
এই পরিপ্রেক্ষিতে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসকে সামনে রেখে কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আনা এবং কর্মক্ষেত্রে নারীর জন্য নিরাপদ পরিসর গড়ে তোলার লক্ষ্যে Bangladesh Legal Aid and Services Trust – BLAST ও BRAC এর যৌথ উদ্যোগে একটি জাতীয় পর্যায়ের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।। এই সভায় আমরা নারীর জন্য সহায়ক একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সমস্যা-সম্ভাবনা, উত্তম অনুশীলন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার অভিজ্ঞতার আলোকে সম্ভাব্য করণীয় নির্ধারণ করতে চাই।
আগামী ৬ মার্চ ২০১৬, রোববার দুপুর ০৩.২০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত সভাটি একাত্তর টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, এনডিসি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব জনাব মিঞা আবদুল্লাহ মামুন।
এ ছাড়া সভায় বিভিন্ন করপোরেট সেক্টর, ব্যাংক, টেলিকমিউনিকেশন, গার্মেন্টস, উন্নয়ন সহযোগী, উন্নয়ন সংগঠন, গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আপনারা যে সকল নারীরা বিভিন্ন অঙ্গনে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, আমরা চাই আপনাদের অংশগ্রহণ। আপনার মতামত, সুপারিশ, অভিজ্ঞতা বা প্রশ্ন এই পেইজে লিখতে পারেন। আমরা আপনাদের কথাগুলো তুলে ধরব এই সভার প্যানেলিস্টদের সামনে। যদি নাম প্রকাশে অনিচ্ছুক হন, তাহলে নিচে দেয়া দুটি গুগল ফর্ম ব্যাবহার করতে পারেন (বাংলা এবং ইংরেজী)।
বাংলাঃ http://goo.gl/forms/B0CqAAXakm
ইংরেজীঃ http://goo.gl/forms/3Y2zHVsdpj
Event link: https://www.facebook.com/events/951385578284930/
