নারীর প্রতি সহিংসতা রোধের লক্ষে উদ্যমে উত্তরণে শতকোটির এ বছরের প্রথম কর্মসূচী আগামী ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ‘নারীর প্রতি সহিংসতার কারন – সমসাময়িক ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। আলোচনায় থাকবেন কিশোর-কিশোরী, তরুনসহ সকল বয়সের অংশগ্রহণকারী। এ আলোচনা সকলের জন্য উন্মুক্ত।
Event by One Billion Rising Bangladesh (উদ্যমে উত্তরণে শতকোটি)
Event link: https://www.facebook.com/events/2405962402843637/
