প্রজেক্ট #আরনা

Posted by

·

আমরা অনেকেই মানি করি ডোমেস্টিক ভায়োলেন্সের হাথে বুঝি শুধু দরিদ্র মহিলাদেরই শিকার হতে হয়. এই ভয়াবহ সামাজিক বিষয়টি যে সমাজের সব স্তরে স্তরে কতই না পরিবারদের কে করে রেখেছে অচল, তা নিয়ে কথা বলা হয় না.

সবাই জানে নারী নির্যাতন খারাপ কিন্তু নির্যাতন কি কি ধরণের হয়, কেন হয়, একজন ভিক্টিম কে মানসিক ভাবে প্রচন্ড প্রভাবিত করার পরেও সে কেন ছেড়ে যায় না, এবং এরকম পরিস্থিতির সমাধান কি – এইসব নিয়ে খুলে কথা বলতে হবে আরও.

ডোমেস্টিক ভায়োলেন্স বেশ একটা জটিল বিষয়, এইখানে বোঝার অনেক কিছু আছে, আছে অনেক কিছু শেখার. সাইকোলজি, সোশ্যাল, কালচারাল, ফিনান্সিয়াল, এবং ফ্যামিলি – এই বিষয়টির শিকড় শুধু এক জায়গায় জড়িয়ে নেই.

প্রজেক্ট #আরনা এই না বলা কথা গুলোই তুলতে চাই যাতে আমরা সবাই একসাথে মিলেই এই . লাইভ ওয়েবিনার এর মাদ্ধমে আপনাদের সামনে নিয়ে আসবো অভিজ্ঞ, যোগ্যতাসম্পন্ন, DV এক্সপার্টস জিনার এই ফিল্ড এ প্রচুর কাজ করেছেন এবং আমাদের সবাই কে শেখাতে পারবে যে একটা সমাজ হিসেবে আমরা নারী নির্যাতন কেমনে বন্ধ করবো.

Event link: https://www.facebook.com/events/259537115187550/