শেকল ভাঙ্গার পদযাত্রা

Posted by

·

“এই মেয়ে, এত রাতে বাইরে কী?” “রাত কয়টা বাজে খেয়াল আছে?” “এত রাতে বাইরে যেতে চাইছো? সাথে কোনো পুরুষ আছে তো?” “এতো রাতে বাইরে ছিলো মেয়েটা, দোষ তো মেয়েটারও আছে!”

কৈশোর পেরুনো সেই দিনগুলো থেকে জীবনের শেষ পর্যন্ত এসব প্রশ্নের শেকলে বন্দী হয়েই নারীদের বেড়ে ওঠা। কারণ শ্বাপদের তীক্ষ্ণ নখর থেকে নিজেকে বাঁচাতে সূর্য ডোবার আগেই মেয়েদের ঘরে ফিরতে হয়। যদিও পুরুষ সারা রাত যখন খুশি তখন, যেখানে খুশি সেখানে স্বাধীনভাবে চলাচলে সক্ষম। কারণ এই পুরুষতান্ত্রিক দেশ, এই পুরুষতান্ত্রিক সমাজ আর এর বিচার ব্যবস্থা তার পায়ে বেড়ি পরায় নি; ভয়ঙ্করতম অপরাধেও তাকে দিয়ে রেখেছে আইনের ফাঁক গলে পালানোর সকল সুযোগ!

নারী পুরুষের সমানাধীকার এদেশে কেবল বইয়ের পাতাতেই সীমাবদ্ধ। আজও রাষ্ট্র প্রতিমুহূর্তে ব্যর্থ হয় একজন নারীর সুরক্ষার যথাযথ প্রযোগ এবং নারীর নিরাপত্তা বিধানে। ধর্ষণ, নির্যাতন, যৌন হয়রানি এবং নিপীড়ন যখন দেশের প্রতিটি জেলায় নিত্যদিন ঘটে চলেছে, তখনও রাষ্ট্র অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে ব্যর্থ। নারী যখন বিচারের কাঠগড়ায় চিৎকার করে কেঁদে মরে, দ্বারে দ্বারে বিচারের আশায় ঘুরে বছর পার করে দেয়, অপরাধী ঠিকই জামিনে ঘুরে বেড়ায় মুক্ত বিহঙ্গের মতো। উল্টো আদালতে তারা প্রমাণ করে ছাড়ে, দোষটা নারীরই; সাক্ষী আইন ১৫৫(৪) ধারা কাজে লাগিয়ে তারা দেখিয়ে দেয় অভিযোগকারীনি ‘সাধারণভাবে দুশ্চরিত্রা’! হাজারভাবে এই সমাজ প্রমাণ করার চেষ্টা করে, নারীর সম্মান তার যোনীতে!

এতে স্পষ্ট যে, স্বাধীনতার এতো বছর পরেও নাগরিক অধিকার, নিরাপত্তা, বিচার নিশ্চিত না করে এবং এ ধরনের অযাচিত আইন রেখে পুরুষতান্ত্রিকতায় সকল ন্যায়বিচারকে মাটি চাপা দেওয়াই এ সমাজব্যবস্থার প্রয়াস।

পুরুষতান্ত্রিকতার এ প্রচলিত প্রথা ভেঙে একটা দেশের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে নারীদের স্বাধীনভাবে চলাফেরা করার যে অধিকার তার কার্যকরী প্রয়োগ না করার প্রতিবাদে এবং নাগরিক হিসেবে নারীদের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করতে না পারার প্রতিবাদে আমাদের এ পদযাত্রা।

এই পদযাত্রার মাধ্যমে আমরা যে দাবীগুলো তুলে ধরতে চাই:

১/ সারাদেশে অব্যাহত ধর্ষণ-যৌন সহিংসতার সাথে যুক্তদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ও ন্যায্য শাস্তি নিশ্চিত করতে হবে।

২/ আন্তর্জাতিক মানবাধিকার মানদন্ডের সাথে সামঞ্জস্য রেখে আইনে ও সামাজিকভাবে ধর্ষণের সংজ্ঞায়ন সংস্কার করতে হবে।

৩/ পাহাড় ও সমতলের সকল নারীদের ওপর সকল প্রকার যৌন এবং সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে।

৪/ জাতি-ধর্ম-বর্ণ-বয়স-লৈঙ্গিক পরিচয় নির্বিশেষে যৌন সহিংসতার ক্ষেত্রে যেকোনোভাবেই ‘ভিক্টিম ব্লেমিং’ (দোষারোপ করা/নিন্দা জানানো) বন্ধ করতে হবে। গ্রামীণ সালিশ/পঞ্চায়েতের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।

৫/ প্রাথমিক লেভেল থেকেই পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা (গুড টাচ ব্যাড টাচের শিক্ষা, সম্মতি বা কন্সেন্ট এর গুরুত্ব, প্রাইভেট পার্টস সম্পর্কে অবহিত করা) যোগ করতে হবে।

৬/ ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১৫৫(৪) ধারা বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে।

৭/ হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর ও পূর্ণ বাস্তবায়ন করতে হবে। সিডো সনদে বাংলাদেশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা বিলোপ করতে হবে।

৮/ মাদ্রাসার শিশুসহ সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং কোন শিশু যৌন নির্যাতনের শিকার হলে ৯০ দিনের মাঝে দ্রুততম ট্রাইব্যুনালে অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করা।

৯/ জাতীয় শিক্ষাক্রম অনুমোদিত পাঠ্যপুস্তকে নারী অবমাননাকর বার্তা প্রকাশ ও প্রচার করা নিষিদ্ধ করতে হবে।

১০/ রাস্তাঘাটে নারীদের অযথা পুলিশি ও অন্যান্য হয়রানি বন্ধ করতে হবে। গণপরিবহনে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

১১/ ধর্মীয় বক্তব্যের নামে অনলাইনে ও অফলাইনে নারী অবমাননাকর বক্তব্য প্রচার বন্ধ করতে হবে।

১২/ যৌন সহিংসতা প্রতিরোধে প্রান্তিক অঞ্চলের নারীদের সুবিধার্থে হটলাইনের ব্যবস্থা চালু করতে হবে।

১৩ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট থেকে শুরু হবে শেকল ভেঙে সামনে এগিয়ে যাওয়ার আমাদের এই পদযাত্রা। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা হয়ে মানিকমিয়া এভিনিউ এর রাস্তায় আমরা হাঁটবো, গলা উঁচিয়ে প্রতিবাদ করবো, গান গাইবো, রাতের অন্ধকার ভেদ করে সবাইকে জানিয়ে দেব আমাদের দাবীর কথা।

নারীদের এ পদযাত্রায় অংশ নিতে পারবেন যেকোনো ‘নারী’৷ আপনি যদি লক্ষ্য করেন এই সমাজের বারংবার নারীদের নিষ্পেষিত করার প্রয়াস, আপনি যদি মুক্তি চান-স্বাধীনতা চান; একজন স্বাধীন নাগরিকের মতো অধিকার চান, এই পদযাত্রা আপনার জন্যই!

প্রস্তাবিত যাত্রাপথঃ শাহবাগ-সিটি কলেজ-কলাবাগান-মানিকমিয়া এভিনিউ। মানিকমিয়া এভিনিউ এ পৌঁছে সমাবেশ এবং প্রতিবাদী অবস্থান।

আমাদের দাবীর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের চোখে ঘুম নামবে না। এই দেশের ঘুমন্ত বিচারব্যবস্থাকে যদি জাগাতে চান, তবে আপনিও শেকল ভেঙ্গে যোগ দিন আমাদের এই পদযাত্রায়।

ধর্ম-বর্ণ-রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে শুধুমাত্র লৈঙ্গিক পরিচয় ‘নারী’ হওয়ার কারণে যে জুলুম-অত্যাচার-বৈষম্য সহ্য করতে হয় প্রতিনিয়ত, তার বিরুদ্ধে আমাদের এই পদযাত্রা। আর বাধ্য হয়ে ঘরে পড়ে থাকা নয়, আর পুরুষতান্ত্রিকতার বেড়াজালে আটকে থাকা নয়;

‘নারী, এবার তুমি শেকল ভাঙ্গো!’

যেকোনো যোগাযোগেঃ
০১৭৫৬৮০৭৮৯০
০১৯৬৫১৬৯৪৯৩
০১৬২৭৫৪০৭৭৯ 

Event by Prapti Taposhi and Fariha Jannat Mim

Event link: https://www.facebook.com/events/336969314185699/?acontext=%7B%22event_action_history%22%3A[%7B%22mechanism%22%3A%22attachment%22%2C%22surface%22%3A%22newsfeed%22%7D]%2C%22ref_notif_type%22%3Anull%7D&__cft__[0]=AZWmphepjMrvwbtU53pMqkJOyCSA7PvDCMTQGRi4h4A2pLUVB43K7NflAHZjvB-0-a6Y7vLnFfl5JdKK4GMyCGdFm80Npfr5MToK76Z2Khp8FAKFtHaEvbby1L3uflVa9179S7o05qoEXA6ZMsj-eSyaZw5Ms2gFNBELnfEz52XKV50AnCTwk8kebctca6GZtIs&__tn__=H-R