লড়বে নারী গড়বে দেশ

Posted by

·

আমাল ফাউন্ডেশন নারীদের প্রতিদিনের জীবনের সকল সহিংসতা মোকাবেলার লক্ষ্যে City Alo এবং WEDO এর সহায়তায় বিনামূল্যে ১ মাসব্যাপী প্রশিক্ষণ “রুখে দাড়াওঃ লড়বে নারী গড়বে দেশ” আয়োজন করতে যাচ্ছে । এই প্রশিক্ষণটি নারীদের আত্মরক্ষার কৌশল, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য পরামর্শ এবং আইনী পরামর্শ দিয়ে সহায়তা করবে। আমরা নিশ্চিত করতে চাই নারীরা যেন সহিংসতার বিরুদ্ধে নির্ভয়ে লড়াই করতে পারে এবং সম- অধিকার নিয়ে অবাধে চলাফেরা করতে পারে। আমরা উৎসাহী নারীদের অতি দ্রুত রেজিস্ট্রেশন এর মাধ্যমে এই পরিবর্তন প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করছি।
*(আসন সংখ্যা ৩০ টি)

সম্ভাব্য সময়সূচি:-

২১/১২/২০- উদ্বোধনী অনুষ্ঠান (দুপুর ৩- বিকাল ৫)

২৩/১২/২০- স্ব প্রতিরক্ষা (সকাল ১১- দুপুর ২)
২৬/১২/২০- স্ব প্রতিরক্ষা (দুপুর ৩ – সন্ধ্যা ৬)

০৯/০১/২১- মানসিক স্বাস্থ্য (দুপুর ৩ – সন্ধ্যা ৬)

২৩/০১/২১- শারীরিক স্বাস্থ্য (দুপুর ৩- সন্ধ্যা ৬)

০৬/০২/২১- আইনী পরামর্শ (দুপুর ৩ – সন্ধ্যা ৬)

২৭/০২/২১- সমাপ্তি অনুষ্ঠান (দুপুর ৩- সন্ধ্যা ৬)

Event link: https://www.facebook.com/events/923388664863604/