দেশ আমার, দিন আমার, রাতও আমার

Posted by

·

সম্প্রতি পুলিশ কর্তৃক মধ্য রাতে অটোরিকশা আরোহী একজন নারীকে হেনস্তার ঘটনাটি ছড়িয়ে পরেছে সোশাল মিডিয়ায়। ঐ নারীর প্রতি পুলিশের এহেন আচরন সামগ্রিক অর্থে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিফলন। একজন নারী রাতে বাড়ির বাইরে বের হবে তা হোক প্রয়োজনে বা অপ্রয়োজনে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা বা অধিকার। কিন্তু আমাদের সমাজে নারীকে সইতে হয় নানা রকম অপবাদ, শারীরিক মানসিক ভাবে হেনস্ত হতে হয়, কখনো ধর্ষণের শিকার হতে হয়। আমরা আর কত দিন এই পরাধীনতার শেকল পরে থাকব পায়ে? কতদিন এই পুরুষশাসিত সমাজের পঁচে যাওয়া নিয়মে আবদ্ধ থাকব? আমাদের অধিকার নিয়ে লড়তে হবে আমাদের নিজেদেরই। হাজার বছরের চিরাচরিত এই ট্যাবুকে ভেঙ্গে গুড়িয়ে দিতে চাই রাতের আধারে। রাতেই সূচনা হবে আলোকিত দিনের। বেড়িয়ে আসতে হবে রাতের রাজপথে। নিরাপদ হোক নারীর রাতের রাজপথ। রাতের শহরকে সাক্ষী রেখে আমরা এই দাবীতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আগামী ১লা নভেম্বর রোজ বৃহস্পতিবার, রাত ১০:০০ থেকে ১১ : ০০ টার মধ্যে সদলবলে অবস্থান করব। ১২ : ০১ মিনিটে মোমবাতী প্রজ্জ্বলন, প্রতিবাদী সমাবেশ, মধ্য রাতে ফানুশ উড্ডয়নের, প্রতিবাদী গান, কবিতা পরিবেশন এবং ভোর ০৫ :৫৫ মিনিটে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে সকাল ০৬:০০ টায় আমাদের অনুষ্ঠান সম্পন্ন করব। নানা বিধ নান্দনিক কর্মসূচির মাধ্যমে আমরা একটি রাত যাপন করব শাহবাগের রাজপথে।

আমার প্রিয় নারী বন্ধু ও সহযোদ্ধাদের প্রতি,

রাতে নারীর নিরাপত্তা অধিকারের দাবীতে একটা রাত শহরে নেমে আসুক। ধরা যাক শাহাবাগে একটা রাত হবে নারীর নিরাপদ স্বাধীন রাত্রি ফিরে পাবার দাবীতে। সেদিন একটু বয়সী নারীরা শাহাবাগে রাত ১১ টার মধ্যে চলে এলো দল বেধে। সেসময়েই দলবেঁধে চলে এলো স্কুল পড়ুয়া দুস্ট মেয়ের দল। কলেজ পড়ুয়া তরুণী চলে এলো তার বন্ধুদের নিয়ে। সবাই মিলে নেচে গেয়ে কবিতা আবৃত্তি করে। নিজেদের মতো প্রচন্ড আড্ডায় মেতে উঠব রাজপথে। নিজেদের রাতের শহরের অধিকার বুঝে নিব আমরা। তাদের কেবল গান আড্ডা নাচ আবৃত্তি আর চিৎকার চেচামেচি উচ্ছ্বাসে আমরা জানান দিব যে এই শহরের প্রতিটা সময়ই নারী সমান স্বাধীন। ঘরে থাকা বা বাহিরে থাকার পুরো সিদ্ধান্ত নারীর নিজের। পুলিশ কিংবা রিক্সাওয়ালা অথবা ছাত্র অথবা যেকোন চাকুরে কারোই ক্ষমতা নেই নারীর রাতকে কেড়ে নেয়ার।
আপনারা ভাবুন তো একটা রাত আনন্দ আড্ডার মধ্য দিয়ে হাজারও রাতের দাবীটাকে তুলে ধরা যায় কিনা।
শুভকামনা সবার জন্য।

কর্মসূচি সমূহঃ-
# ১লা নভেম্বর, রাত ১০ : ০০ থেকে ১১:০০ টার মধ্যে সবাইকে শাহবাগে অবস্থান নেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
#সবাইকে অন্তত ৫ টি মোমবাতি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। #যারা কবিতা বা গান পরিবেশন করবেন তারা যাবতীয় প্রয়োজনীয় জিনিস পত্র, নিজ নিজ ইন্সট্রুমেন্ট সাথে নিয়ে আসবেন।
#সারা রাত আমরা শাহবাগ এলাকায় হেটে হেটে কাটাব। এত রাতে দোকানপাট খোলা থাকার সম্ভাবনা কম। তাই খাবার পানির সরবরাহ করা কঠিন। তাই অনুরোধ করা যাচ্ছে সাথে যার যার প্রয়োজন অনুযায়ী পানি এবং শুকনা খাবার সাথে বহন করতে।
#ব্যানার, পোস্টার কিংবা প্লেকার্ডের প্রয়োজন নেই।

আমাদের কর্মসূচী যেন সুন্দর, সাবলীল এবং দৃষ্টিনন্দন হয় এর জন্য সকলের সহযোগীতা এবং স্বতস্ফূর্ত অংশগ্রহনের জন্য অনুরোধ এবং অগ্রীম ধন্যবাদ জানাচ্ছি। 

Event link: https://www.facebook.com/events/533300183764450/