What happened to Kalpana Chakma? (কোথায় কল্পনা চাকমা?)

Posted by

·

Kalpana Chakma was an indigenous rights activist from the Chittagong Hill Tracts in Bangladesh who disappeared on June 12, 1996. She was abducted from her Rangamati home by armed men, reportedly including security forces, and has not been seen since. Despite efforts by human rights organizations to uncover the truth and bring justice, her fate remains unknown. Kalpana Chakma’s disappearance highlights ongoing human rights abuses and the struggles faced by indigenous communities in Bangladesh.

কল্পনা চাকমা ছিলেন বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের একজন আদিবাসী অধিকার কর্মী, যিনি ১৯৯৬ সালের ১২ জুন নিখোঁজ হন। তাকে তার বাড়ি রাঙামাটি থেকে সশস্ত্র লোকরা অপহরণ করেছিল, তারপর থেকে তাকে আর দেখা যায়নি৷ মানবাধিকার সংস্থাগুলির প্রচেষ্টা সত্ত্বেও সত্য উদঘাটন এবং ন্যায়বিচার আনার ক্ষেত্রে অগ্রগতি হয়নি। কল্পনা চাকমার নিখোঁজ হওয়া বাংলাদেশের আদিবাসী সম্প্রদায় যেরূপ মানবাধিকার লঙ্ঘনের সম্মুখীন হচ্ছে তারই সংগ্রামের প্রতীক হিসেবে চিহ্নিত।