নিজের যত্ন নেওয়া কোন বিলাসিতা নয় আমার জন্য, বরং এইটা রাজনৈতিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অংশ”―অড্রে লর্ড
“পাহাড়ে যে অত্যাচার করা হয় পরীক্ষামূলকভাবে এক সময় সে নিপীড়ন চলে আসে সমতলে” –কল্পনা চাকমা
প্রিয় পাঠক,
আমরা এক্টিভিস্ট, শিল্পী, গবেষক, শিক্ষক, মানবাধিকার কর্মী এবং সিস্টেমেটিকভাবে নিপীড়িত সম্প্রদায়ের সদস্যদের নিয়ে সদ্য সংগঠিত হওয়া একটি দল। যারা হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং যারা বিভিন্ন সময়ে নিজেদের জায়গা থেকে জাতি, শ্রেণি, লিঙ্গ এবং যৌনতা সম্পর্কিত বিষয়ে কাজ করেছেন। এই আন্দোলন এবং অন্যান্য অনেক আন্দোলনের অভিজ্ঞতা থেকে আমরা লক্ষ্য করেছি যে কিছু বিষয় প্রায়ই উপেক্ষিত হয় বা আলাদা হিসেবে বিবেচিত হয় অথবা সরাসরি “রাজনৈতিক” বা “জরুরি” না হওয়ায় অগ্রাহ্য করা হয়। সরকার পতনের আগ পর্যন্ত আমরা এই সমস্ত বিষয়ে সক্রিয়ভাবে কথা বলিনি; কারণ তখন সব দাবিকে এক পাশে সরিয়ে আমরা একদফা দাবি আদায়ের জন্য লড়াই করছিলাম । বর্তমানে যখন সবাই বিদ্যমান দমনমূলক কাঠামোকে পুনর্গঠন ও চ্যালেঞ্জ করছে, সেই মুহূর্তে আমাদের মনে হয়েছে কয়েকটি বিষয়ের দিকে সবার মনোযোগ আকর্ষণ করা এখন সময়ের দাবি।
বিগত কয়েক বছরে আমরা দেখতে পাই বিভিন্ন জাতি, ধর্ম, শ্রেণী, লিঙ্গ পরিচয় ও যৌনতার মানুষজন স্বৈরাচার বিরোধী প্রতিবাদ গড়ে তোলা শুরু করে। যদিও গনঅভ্যুত্থানে সকলেরই অংশগ্রহণ ছিল কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় আসে বাঙালি “সিসজেন্ডার” পুরুষরা। সিসজেন্ডার পুরুষ অর্থাৎ যাকে জন্মের পরই পুরুষ হিসাবে ডাক্তার চিহ্নিত করেন, এবং তিনিও নিজেকে পুরুষ হিসাবে পরিচয় দেন। আন্দোলনের যেই সহযোদ্ধারা বাঙালি মধ্যবিত্ত পুরুষ নন, তাদের খুব একটা সামনে আসতে দেওয়া হয় না। যদিও তাদের অবদান কোন দিক থেকেই বাঙালি সিসজেন্ডার পুরুষদের থেকে কম ছিল না। যারা যুদ্ধ করেছেন, আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই ছিলেন আদিবাসী, শ্রমিক বা শ্রমজীবী, নারী এবং অন্যান্য জেন্ডার পরিচয়ের।
আমরা বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন, ছাত্র গোষ্ঠী, কমিউনিটি কালেক্টিভ, মিডিয়া হাব, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই যে, সমাজের সর্বস্তরে “বৈষম্যবিরোধী” চেতনাকে প্রতিষ্ঠিত করতে হবে। জাতিগত, ধর্মীয়, লিঙ্গভিত্তিক, যৌনতা, সক্ষমতা এবং শ্রেণীর মধ্যে যে অসমতা বিদ্যমান তা দ্রুত এবং কার্যকরভাবে সমাধান করতে হবে। যেই আধুনিক ও স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা এবং যেই অগ্রগতির ঝাণ্ডা আমরা ওড়াতে দেখেছি, তা মূলত ঔপনিবেশিক যুগের-ই স্মৃতি রোমন্থন। বরং আমাদের কাজ করতে হবে এমন এক ব্যবস্থার জন্য যা আমাদের সম্প্রদায়, মানুষ ও অন্যান্য জীব এবং পরিবেশের প্রতি যত্নশীল। যেহেতু বর্তমান ব্যবস্থা শ্রেণী, কৃষক এবং স্থানীয় সম্প্রদায়ের সংস্কৃতি এবং জ্ঞানকে অন্তর্ভুক্ত করে না তাই নতুন কাঠামোকে অবশ্যই সম্প্রদায়গুলোকে চিহ্নিত করতে হবে এবং একটি বহুবৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমরা মানুষের নানারকম বৈচিত্র্য দেখতে পাই, তেমনি বৈচিত্র্য ধর্ম, লিঙ্গ, যৌনতা ইত্যাদি বিষয়গুলোতেও বিদ্যমান। এই বৈচিত্র্য-ই বাংলাদেশের শক্তি আর একে নিয়েই আমাদের সামনে আগাতে হবে। এটি বাস্তবায়ন করার জন্য আমাদের দরকার একটি শক্তিশালী আন্তবৈষম্যবাদহীন নারীবাদী দৃষ্টিভঙ্গি।
“যা ব্যক্তিগত তা-ই রাজনৈতিক”
দাবীসমূহ:
- সংসদে বিভিন্ন জাতি, ধর্ম, লিঙ্গ, যৌনতা, শ্রেণী, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সকল প্রান্তিক শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
- অন্তর্বর্তীকালীন সরকারের নতুন কাজ হাতে নেওয়ার আগে, আদিবাসী গোষ্ঠীগুলার প্রতিনিধি এবং নেতা আর গবেষকদের সাথে বসে কমিউনিটিগুলোর দাবি শুনতে হবে। আদিবাসীদের সংবিধানে, “আদিবাসী” হিসাবে স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের ১১ দফা দাবীর সাথে আমরা সংহতি জানাই।
- ভালোভাবে জীবনযাপন করবার জন্য চা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক এবং অন্যান্য ইনফরমাল আর সেমি ফরমাল সেক্টরে মানুষের যেই ন্যূনতম মজুরি দরকার, তা নিশ্চিত করতে হবে।
- মৌলিক চাহিদা; যেমন খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন এবং পরিবহন সুলভ আর সাশ্রয়ী করতে হবে।
- তাজা শাকসবজি আর অন্যান্য পণ্যের ন্যায্য দাম নির্ধারণ করে দিতে হবে। নানা পর্যায়ে দালালদের কারণে দামের বৃদ্ধি ঘটানো হয়, কিন্তু এর খুব অল্প পরিমাণ কৃষকের কাছে পৌঁছায়। এই দালালদের উপর নজরদারী বাড়ানো জরুরী। ছোট ব্যাবসায়ী এবং অন্যান্য স্তরে গুন্ডা, মাস্তান আর রাজনৈতিক দলের চাঁদাবাজি বন্ধ করতে হবে।
- ধর্ষণ, নির্যাতন এবং নিপীড়ন আইনের সংস্কার জরুরি। ধর্ষণের আইন সংস্কার করে ধর্ষণ সংজ্ঞা আরো প্রসারিত করা উচিত। সংজ্ঞায় সম্মতি আর বিবাহিত ব্যাক্তিদের মধ্যে ধর্ষণের ধারণা যুক্ত করা প্রয়োজন। ধর্ষণের ধারণাকে প্রসারিত করা জরুরী যাতে সমলিঙ্গের ধর্ষণ এবং নারীদের দ্বারা পুরুষদের ধর্ষণও এই আইনে অন্তর্ভুক্ত করা যায়।
- সমস্ত সামরিক বাহিনীকে ব্যারাকে ফেরত পাঠান হোক। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন হটাতে হবে।
- ব্যক্তির যৌনতা এবং আত্মপ্রকাশের উপর নিয়ন্ত্রণ বন্ধ করুন। এই সাংস্কৃতিক পরিবর্তন আনতে নিজ নিজ কমিউনিটি, পরিবার, মহল্লা ও গ্রামে শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্রে যৌন হয়রানি বন্ধ করতে একাধিক উদ্যোগ নিতে হবে। বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উদ্যোগ নিলে এই ধরনের হয়রানি বন্ধ হবে।
- ঔপনিবেশিক আইনগুলো বাতিল করা জরুরী বিশেষত যেগুলা বিভিন্ন যৌন চর্চা এবং লিঙ্গ পরিচয়কে অবৈধ হিসাবে চিহ্নিত করে। একটি অন্তর্ভুক্তিমূলক ট্রান্স বিল পাস করতে হবে যা আইনগত ভাবে হিজড়া, ট্রান্সজেন্ডার নারী, পুরুষ এবং বিভিন্ন নন-বাইনারি পরিচয়কে স্বীকৃতি দেয়। একই সাথে ইন্টারসেক্স মানুষদের স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। এবং তাদের সকলের জীবন-নিশ্চিতকারী স্বাস্থ্যসেবা এবং সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।
- প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য আরও ভাল সুরক্ষা তৈরি করতে বৈষম্যবিরোধী নীতির সংস্কার করুন।
- কুখ্যাত সাইবার নিরাপত্তা আইন বাতিল করুন এবং সিএসএ, ডিএসএ, এবং আইসিটি আইনের অধীনে সমস্ত মামলা বাতিল করুন। গণতন্ত্রে ভিন্নমত ও শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করা যায় না।
- গণসমাবেশের স্থানগুলো ব্যক্তি, ছোট এবং বড় আকারের নারী সমাবেশ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মুক্ত ও নিরাপদ রাখতে হবে।
- সরকারী কর্মচারীদের বৈচিত্র্যময় জনগোষ্ঠী সম্পর্কে অবহিত এবং সংবেদনশীল হওয়ার জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
- যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ একাধিক দুর্নীতির মামলায় জড়িত রাজনৈতিক নেতাদের বিচারের আওতায় আনতে হবে, কিংবা ইতোমধ্যে কোর্টের দেওয়া রায় অনুযায়ী বিচার করতে হবে।
- রাষ্ট্রযন্ত্রের আমলাতন্ত্র এবং সংবিধানকে অবশ্যই সংস্কার করতে হবে এবং তার চর্চা গড়ে তোলার জন্য স্থানীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে। ঊর্ধ্বতন সরকারী কর্মচারীদের পারিবারের সদস্যদের পরিচয় এবং সম্পদ জনসাধারণের সামনে প্রকাশিত হওয়া উচিত, যাতে করে বিভিন্ন প্রতিষ্ঠানে কারা কিভাবে প্রভাব বিস্তার করছে সেটা অস্পষ্ট না হয়।
- ছাত্র রাজনীতিই এই আন্দোলন ও গণঅভ্যুত্থানকে সম্ভব করেছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না। সকল একটিভিস্ট, শিক্ষক এবং ছাত্রদের উচিত গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য রাজনীতি, বৈধতা এবং ক্ষমতা সম্পর্কে আলোচনা শুরু করা।
- সকল আহত ও শহীদ ছাত্র এবং নাগরিকদের যথাযথ চিকিৎসা, পরিসেবা ও ক্ষতিপূরণ দিতে হবে। যাদের নাম-পরিচয় জানা যায়নি তাদের সহ সবাইকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।
- র্যাব ও অন্যান্য অসাংবিধানিক আধাসামরিক বাহিনী ভেঙে দিতে হবে। পূর্বের শাসনামলে আধা-সামরিক বাহিনী এবং অন্যান্য বাহিনী যাদের বেআইনিভাবে আটকে রেখেছিল তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। সাগর-রুনি, জুলহাস-তনয়, মুন্নি, মেজর সিনহা, এবং মুশতাক আহমেদ সহ বিগত বছরগুলোতে সঠিকভাবে ততন্ত করা হয়নি এমন সকল হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। জোরপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ভুক্তভোগীদের জবানবন্দির প্রেক্ষিতে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।
আমরা এমন একটি দেশ চাই যেখানে রোকেয়া সাখাওয়াত, কল্পনা চাকমা এবং অন্যান্য অগণিত ব্যক্তি যারা ক্ষমতার সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করেছিল এবং সত্য বলার সৎসাহস দেখিয়েছিল তাদের অবদানকে স্বীকার করে। তা না হলে আমাদের বহুত্ববাদী গণতন্ত্রের স্বপ্ন অর্থহীন হয়ে দাঁড়াবে।
আমরা, স্বাক্ষরকারীগণ আশা করি যেসব নেতারা সরকারী কর্মচারী হিসেবে শপথ নিয়েছেন তাদের জনগণের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়ে শহীদ মিনারে শপথ নেবে এবং আমাদের সবাইকে সাম্যের সমাজের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। একটা উক্তি দিয়ে আমরা আমাদের চিঠি শেষ করতে চাই।
“আমরা বিশেষ কোন সংস্কৃতির জন্য বিদ্রোহ করি না। আমরা বিদ্রোহ করি কারণ, অনেক কারণে আমরা আর শ্বাস নিতে পারি না” – ফ্রানজ ফানোঁ
সংহতি,
বৈচিত্র্যময় ফেমেনিস্টগণ | DIVERSE FEMINISTS COLLECTIVE
স্বাক্ষরকারীঃ
- কাজী, এক্টিভিস্ট
- শাহানাজ পারভীন জোনাকি, এক্টিভিস্ট
- রাকিবা আমাতুল করিম, শিক্ষক এবং ডাক্তার
- নির্ণয় এইচ ইসলাম, শিক্ষক – গবেষক
- Efad Huq, Professor
- Nooha Maula, Lecturer, BRAC University
- কাজী তাহ্সিন আগাজ অপূর্ব, শিল্পী, কিউরেটর
- Walid Hasan, Student, Brac University
- Farah Naz Moon, Artist
- Anonymous, Architect
- Sayeda Tashnuba Jahan, Lecturer, BRAC University, Physics and Mathematics
- Saydia Gulrukh, Journalist
- Ace, Artist
- Rishov Aditya Student, BRAC University
- Nasrin Siraj, Anthropologist and film maker
- Doito Bonotulshi, Architect
- অলিউর সান, প্রভাষক, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
- Isaba Shuhrat Student, MSS, Jahangirnagar University
- Kazi Meheru Tasfia, Student at North South University. English Literature.
- Samia Rahman Preema, Journalist
- সিফাত নওরীণ বহ্নি, অ্যাডভার্টাইজার
- Kanita Rydwana, Student, Brac University
- Kyasing Marma, Student
- Labiba Binte Fatima, Student, brac university
- অনিরুদ্ধ অনু , শিল্পী এবং এক্টিভিষ্ট
- Ipshita Bonhi Upoma, Lecturer, Brac University
- কাব্য কৃত্তিকা , প্রভাষক ও গবেষণা সহযোগী, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ
- Paddmini Chakma, Photographer
- Mouri Mahajabin, Lecturer, BRAC University
- Sayrat Salekin, Writer, Researcher, Activist
- আতা মজলিশ, Artist
- মোহাইমিন লায়েছ, সংগঠক
- Faiza Fairooz, Artist, Activist. Student, Sculpture, Dhaka University. Designer, Jatra Bangladesh.
- Mikail Khan, South Asia Solidarity Initiative + TRANS/NATIONAL, Organizer, Writer + Communications Worker
- নেয়ামত উল্যাহ মাসুম , filmmaker
- ইলিয়াস জামান, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ফেডারেশন
- Md. Muntakim Islam, Activist
- Tasfia Tarannum Ridita, TransEnd, Head of social media & Pr, IPPF South Asia region youth network
- Pranto, Student
- tanvir alim, Researcher and activist
- তানভির অনয়, লেখক ও মানবাধিকারকর্মী
- ইফার হাসান, মানবাধিকার কর্মী
- Zohan Araz Khan, Student and Activist
- Wahida Rahman Tanha, Engineering graduate, well known private university
- Saaraa Aroni, Artist
- Sajib Sakhawat, Student, University of Bologna
- Syzarn, Student, Environmental Sciences, Jahangirnagar University
- Cheenabadam, TEACHER
- Tasnia Anzum Tisha, Student, Development Studies, University Of Dhaka. Project apprentice, Build Bangladesh
- Alia Kamal, Artist
- Shifat Amreen, Teaching / Lecturer, Brac University
- ANIKA T KARIM, Feminist and environmental activist
- chenoa chowdhury, Bonhishikha
- Syeda Nilima Dola, Filmmaker, Writer, Advertiser. ADA Bangladesh.
- TransEnd
- Lamea Tanjin Tanha, Founder & CEO, TransEnd
- সামিনা লুৎফা, শিক্ষক ও নাট্যকর্মী
- Mark Ratul Sinha, Advertising
- T Hossain, Feminist activist
- Deen Islam, Executive Member, Ulab Kaleidoscope club
- Mehnaz Rahman, Project coordinator, Bonhishikha.
- Siddhartho Shammyo, Quality Assurance Lead at MNC
- Saad Khan, Researcher
- Anupam Kamal Sen, Doctoral Researcher, University of Eastern Finland
- Falguny Islam, Student
- Agnidrohee Spondon, Student, Brac University
- Gyenjam, artists-activist collective
- Zarif Faiaz, Journalist
- Fahima Al Farabi, Academic, Writer
- Zareef Faiaz Monjur, Student.
- PS Sajid, Writer, researcher
- Layli Uddin, Lecturer
- Al Mahmud Taha, Student, University of Dhaka
- Sarika Siraj, Architect, Photographer, Writer
- Aarijah Rashid, Architect
- জাহিন ফারুক আমিন, লেখক-চলচ্চিত্র নির্মাতা
- Dalia Chakma, Researcher
- অরূপ রাহী, সংগীতশিল্পী, গবেষক
- Ohie Abdullah, Highschool graduate,Volunteer, Swayong and TransEnd
- Ayesha Rahman Chowdhury Social Researcher, Paraa (Urban Research)
- Reemon, Visual Journalist
- আনন্দ অন্তঃলীন, আলোকচিত্রী, নৃবিজ্ঞানী
- Anonymous, Consultant in industrial sustainability
- ওর্চি লোহানী, শিল্পী, এক্টিভিস্ট
- Zainab Rahman Chowdhury (momi), Visual and Stick and Poke tattoo Artist
- Vikarun Nessa, Conscious Citizen of Bangladesh
- Krishnachura, Urban Research Assistant, Paraa
- Anonymous, Global Health Professional
- সৃষ্টি সঞ্চারী, শিল্পী
- Orchid Chakma, Photographer
- Joya Sikder, Human rights defender
- Rahat Hossain, মানবাধিকার কর্মী
- Rudmila Rudaba Islam, Student at BRAC University. IELTS Instructor at Mentors’.
- জয় সাহা, IT professional
- Purnasha Aurora, Student, Brac University
- Anonymous, Meta Marketing Pro, analyst
- Mujibul Anam, Lecturer, Griffith University, Australia
- Mohammad Abul Kalam Azad, writer, worker
- Fariha Jannat Mim, Activist, Filmmaker
- Ajmi Rahaman, Post Graduate in Mathematics
- Nahaly Nafisa Khan, Journalist and Researcher
- Mir Rifat Saleheen, Lecturer
- Mishkat Mahiuddin, Student, ISRT, Dhaka University
- Anonymous
- Sarah Ahmed, Public Information Specialist
- Zarif Ahmed, Student, Independent University Bangladesh
- Sarjana Sanam Islam, Architect
- Christina Joyeeta Munshi, Artist
- NRA, Journalist, Citizen;
- Tanjeem Ashhab Arnob, Student, Brac University
- Mayeda Tanha Bidushy, Development Communication Professional
- Antara Islam, Development professional and concerned citizen
- Krishnaa, Student-CUET
- Dina M. Siddiqi, New York University
- Hana Shams Ahmed, PhD Candidate, York University, Canada.
- Nasrin Khandoker , Feminist and Social Anthropologist
- Ratul Al Ahmed, Anthropologist
- Farhana Sultana, Professor
- Samreen F Islam, Artist and Freelancer
- Kabita Chakma, Architect, Researcher, Writer
- Omar Bin Parvez, Artist, Designer
- Monowar Husain Omi, Student, SDS, Brac University
- Mehbuba Mahzabeen Hasan, Visual artist
- Naripokkho
- Gita Das, Naripokkho
- Amita Dey, Women Rights Activist
- Ishrat Jahan Prachy, Human rights activist and lawyer
- Bimurta Bismoy Sanchi, software engineer
- নীলিমা নীলা, প্রফেশনাল
- Anonymous, Development Worker
- Zarin Tasnim Reza (Joyeeta), Fashion Designer, RMG Industry
- Shaiya Binte Mahbub Nisa, Academic teaching Liberal Arts, Brac University
- Sanjida Samiha, Student
- Marzuk Ahsan
- Anonymous, AAB( Development Sector)
- Avishikta Poddar, Student
- Faiza Hossain Maisha, Student
- Nawshaba Ahmed Lecturer, Brac University
- Meheruba Hasin Alif, Student, Computer Science and Engineering, BRAC University
- Atiqur Rahman Priom, Student and documentary film maker, BRAC University
- Anonymous, Student, University of Chittagong
- পল্লব আহমেদ, অ্যাডভার্টাইজার
- Iffat Haque
- Amreeta Chowdhury, Writer, journalist, activist
- Jakia Hossain, Freelance graphic designer
- Rifah Tasnim Arna, Non-profit professional
- Halima Hasin , Teacher
- মিম আরাফাত মানব, প্রভাষক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
- Aanica Zulfiquar, Anthropologist & Researcher
- Shabnam Nadiya, Writer, Translator
- Ashraful Haq, Advertiser
- Kazi Ehsan Aziz, Software Engineer
- Shyama, Projects for Social Change
- Sarah Nafisa Shahid, Labour activist and writer
- Fokhruz Zaman, EEE Engineer and educator
ফিডব্যাকঃ
চিঠিটি প্রচার হওয়ার পর স্বাক্ষরকারীদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য আসে যা চিঠির প্রাথমিক লেখকরা সবার কাছে তুলে ধরতে চাই।
“নিরাপত্তা বাহিনী, পুলিশ, এবং রাষ্ট্রীয় নজরদারি কাঠামোর এবং বিশেষ করে পুলিশি ক্ষমতা কমানোর বিষয়ে একটি দাবি দেখতে পেলে ভালো লাগতো।” পিএস সাজিদ, লেখক, গবেষক
“পুঁজিবাদের সাধারণ পূর্বাভাস এবং বাস্তব সামাজিক ভিন্নতার মধ্যে সংহতি হ্রাস করার জন্য কীভাবে ‘পরিচয়ের রাজনীতি’ ব্যবহার করে তার উপর আরও জোর দেওয়া উচিত ছিল। ” – দিনা এম সিদ্দিকী, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়
“বিশ্বাস এবং যত্ন কেন্দ্রিক সুরক্ষা নিশ্চিত করার জন্য পুলিশের মতো সংস্থাগুলির সাথে কমিউনিটির পক্ষ থেকে আরও বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজন। পূর্বে শ্রীলঙ্কার মতো দেশ তাদের নিজস্ব কমিউনিটি গুলোতে একই রকম কাজ করেছে, তাই আমরা সেই শিক্ষাগুলোকেও তুলে ধরতে পারি।” টি হোসেন, নারীবাদী কর্মী
“বিচার বিভাগ, পুলিশ, বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে পূর্ণ স্বায়ত্তশাসন এবং আমলাতন্ত্রের বাইরে নিয়ে আসতে হবে। “
