গনতন্ত্র ওয়েবসভাঃ সংবিধান আইন ও নারী

Posted by

·

জুলাই অগাস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে ইনক্লুসিভ ‘নতুন’ বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেই ইনক্লুসিভিটি কতখানি দৃশ্যমান? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “এই আন্দোলনে মেয়েদের সম্পৃক্ততা ছিলো বিরাট। এখন অনেকে ভুলে গেলেও একথাটা সত্য যে মেয়েরা না থাকলে এই আন্দোলন কোনোভাবেই সফল হতো না।” অথচ এই মাত্র আড়াই মাস আগের রাজপথ দখল করা রাস্তায় রাস্তায় স্লোগান দেওয়া গ্রাফিতি আঁকা বাংলা ব্লকেডে রাস্তা আটকানো মেয়েরা সব কোথায় গেলেন? আন্দোলনে ছেলেদের পাশাপাশি যে মেয়েরাও শহীদ হলেন, তাদের নামও কেন হঠাৎ করেই হারিয়ে যেতে থাকলো আমাদের কালেক্টিভ সাইকি থেকে? এইসব লৈঙ্গিক আধিপত্যবাদী ভাইরাসাক্রান্ত রাষ্ট্র সমাজ মানস মস্তিষ্কপ্রসূত এইসব “where have all the flowers gone” লিরিকেরা কি আমাদের নয়া বাস্তবতার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে না, বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের সংবিধান কতখানি নারীবান্ধব? আমাদের কি জিজ্ঞেস করছে না, সংবিধান প্রণয়নে, সংস্কার কমিশনে নারীকে কতখানি যুক্ত করা হচ্ছে? ৭২ এর সংবিধানের যতটুকুই নারীর অধিকার সংরক্ষণ করে, তার কতটুকুরই বা বাস্তবিক প্রয়োগ হচ্ছে বাংলাদেশে? আমাদের সামনে কি প্রশ্ন আসছে না—নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে সংবিধানের পরিপ্রেক্ষিতে আমাদের এই মূহুর্তে করণীয় কী? আমাদের কি বিয়ের বয়স, যৌন সম্পর্কে সম্মতি দেওয়ার বয়স, সম্পত্তিতে নারীর অধিকার এবং লিঙ্গ বৈষম্যমূলক অন্যান্য আইনগুলি নিয়ে আবার ভাবতে হবে কিনা? এই আইনগুলির কোন্‌ কোন্‌ ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক, কোন্‌ কোন্‌ আন্তর্জাতিক চুক্তির সাথে বিরোধপূর্ণ তা নিয়েও কি চিন্তা শুরু করতে হবে কিনা। আমাদের কি প্রশ্ন করতে হবে না আমরা কেন নারীর বিরুদ্ধে ঘটা যৌন সন্ত্রাস নিয়ে সম্পূর্ণ নতুন আইনের কথা ভাবছি না এখনো? আমরা কি নিজেদের জিজ্ঞেস করবো না—সংবিধান এবং প্রাসঙ্গিক আইনের আধুনিকায়ণের নিশ্চিতকরণ ছাড়া, রাষ্ট্রের নাগরিক হিসাবে, মানুষ হিসাবে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া, নারীর নিরাপত্তা ছাড়া এই অভ্যুত্থান কিভাবে সফল হবে?

আদৌ সফল হবে কি?

Event link: https://www.facebook.com/events/989730366246101/?acontext=%7B%22event_action_history%22%3A[%7B%22extra_data%22%3A%22%22%2C%22mechanism%22%3A%22left_rail%22%2C%22surface%22%3A%22bookmark%22%7D%2C%7B%22extra_data%22%3A%22%22%2C%22mechanism%22%3A%22left_rail%22%2C%22surface%22%3A%22bookmark%22%7D%2C%7B%22extra_data%22%3A%22%22%2C%22mechanism%22%3A%22calendar_past_events_unit%22%2C%22surface%22%3A%22bookmark_calendar%22%7D]%2C%22ref_notif_type%22%3Anull%7D