সুহৃদ,
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ ও নারী সংহতির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।
এই বিশেষ দিনটি উদযাপনের অংশ হিসাবে নারী সংহতি আগামি ৮ মার্চ ২০২৫ সকাল সাড়ে ১০টায় “নারীমুক্তির আকাঙ্ক্ষা: গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতা” বিষয়ে একটি মতবিনিময়ের আয়োজন করেছে।
এই মতবিনিময়ে আপনাদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করবে।
স্থান: ৬০৫ বিশ্বসাহিত্য কেন্দ্র, ১৭ ময়মনসিংহ রোড, বাংলামটর, ঢাকা-১০০০
Event by নারী সংহতি সঞ্চালক, Shulekha Rahman
