লাঠি মিছিল

Posted by

·

একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখে আন্দোলন করলেও, আমরা দেখতে পাই ৫ আগস্টের পরে নারীর অবদান স্বীকার দূরে থাক, নারীর প্রতি সহিংসতার ফিরিস্তি শুধু লম্বা হয়েছে। এই নিরাপত্তাহীনতার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশ সক্রিয়ভাবে বাধা দেয়, কিন্তু মব যখন হ্যারাসারকে ছাড়িয়ে নিতে যায়, তাকে পুলিশ ঠেকাতে পারে না। মবের হাত থেকে ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দিতে তারা নিষ্ক্রিয়।

মোরাল পুলিশিং, স্লাটশেমিং, ইভটিজিং নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ৮ বছরের শিশু আসিয়ার জন্য বিচার চাইতে চাইতেই গত ২৪ ঘন্টায় একটার পর একটা সংবাদ আসছে ধর্ষণের। শিশু ধর্ষণের, গর্ভবতী নারী ধর্ষণের। স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন শৃঙ্খলা বাহিনী যখন দায়িত্ব নিচ্ছে না, তখন আমাদেরই জানান দিতে হবে আমাদের অস্তিত্বের কথা। এই দেশ আমাদেরও। এই দেশের রাস্তায়, এই দেশের বাতাসে আমাদের স্বাভাবিকভাবে নিরাপদে শ্বাস নিতে দিতে হবে! আসুন খুন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

৯ মার্চ, ২০২৫, রবিবার, দুপুর ২ টায়-সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে লাঠি মিছিলে যোগ দিন। আসুন জানান দেই, ভয় দেখিয়ে স্লাটশেম করে ধর্ষণ করে আমাদের আটকে রাখা যাবে না। নিজেদের হিস্যা আমরা বুঝে নিব।

স্থান: সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য প্রাঙ্গণ
তারিখ: ৯ মার্চ, ২০২৫
সময়: দুপুর ২টা 

Event link: https://www.facebook.com/events/1662072974392958/