প্রিয় সুধীঃ
আমরা সাম্প্রতিককালে দেশে সংঘটিত শিশু আছিয়ার ধর্ষণকারীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ দেশজুড়ে চলমান প্রতিটি নারী সহিংসতা বন্ধের দাবীতে আগামীকাল ১২ মার্চ, ২০২৫ (বুধবার) দুপুর ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করবো। এই মানববন্ধনে অংশ নিয়ে আপনি/আপনারাও আমাদের এই দাবীর সাথে একাত্মতা প্রকাশ করতে পারেন।
স্লোগানঃ নারী ও শিশুর উপর ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতা বন্ধে সকলের সম্মিলিত প্রতিরোধে সামিল হউন।
পক্ষেঃ প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদসহ অন্যান্য পেশাজীবী সমাজ।
Central Shahid Minar কেন্দ্রীয় শহীদ মিনার
Event by Dr-Armana Sabiha Huq Liva
Event link: https://www.facebook.com/events/3113110788849442/
