অরুণিমা তাহসিন
না, ‘রেইপ’ কোন ধরণের শারীরিক সম্পর্ক না, রেইপ একটা এক্সট্রিম ফর্ম অফ ভায়োলেন্স যেখানে একজন মানুষকে মারাত্মকভাবে শারীরিক ও মানসিক আঘাত করা হয় যা ভিক্টিমকে জীবনভর আহত করে যেতে থাকে, সেটা বিবাহের মধ্যে ঘটা কোন অলৌকিক ঘটনা না বরং উল্টোটাই সত্য আর এমন ভিক্টিমের সাহায্য চাওয়ার জায়গা বলতে কিছু নাই- আর ‘ম্যারিটাল রেইপ’ রেইপ হিসাবে গণ্য করার কথা শুনে যাদের গা জ্বালা করে তারা এটা খুব ভালো করে জানে।
রেইপকে শারীরিক সম্পর্কের সাথে যে কোনভাবে এসোসিয়েট করা রেইপ কালচারের অংশ যার ভাগীদার হওয়া কোন অনিচ্ছাকৃত শব্দচয়নের ভুল না, এটা একটা চয়েস। জামায়াতে ইসলামের মতো এত বয়স্ক, ‘শিক্ষিত’, কম্পলিসিট রাজনৈতিক দল এই চয়েসটা মেইক করে কারণ বাজারে ব্যাডাদের ভোটব্যাংকে এই চয়েসের কাটতি ভালো।
